Tomake Chai Guitar Chords

[Intro]
(D)      (Bm)    (D)   (Bm)
তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্দুরে
 (D)     (Bm)   (A)
জানি না যাব কতদূরে এখনো ।
(D)     (Bm)    (D)     (Bm)
আমার পোড়া কপালে আর আমার সন্ধ্যে সকালে
   (D)   (Bm)    (A)
তুমি কেন এলে জানি না এখনো ।
(G)        (D)
ফন্দি আঁটে মন পালাবার
(G)         (A)
বন্দি আছে কাছে সে তোমার
  (G)     (D)     (A)    (Bm)
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
  (G)     (D)     (A)
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই

[Verse]
(D)   (Bm)    (D)   (Bm)
হল শুরু সাতদিনে এই খেলাধূলো রাতদিনের
   (D)    (Bm)      (A)
জানি বারণ করার সাধ্যি নেই আর আমার ।
(D)     (Bm)    (D)     (Bm)
তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে
   (D)    (Bm)    (A)
আমি কথা দিয়ে এসেছি বার বার ।
(G)        (D)
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
  (G)       (A)
তুমি ইচ্ছে মত আমাকে সাজাও
  (G)     (D)     (A)    (Bm)
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
  (G)     (D)     (A)
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই

[Outro]
(D)     (Bm)  (A)
মনের গভীরে ঘুমের শরীরে
(G)   (D)  (Em) (A)
তোমাকে নিয়ে ডুবে যাব
(D)     (Bm)  (A)
আমার কাছে কারণের আছে
(G)   (D)  (Em)  (A)
নিজেকে আমি খুজেই নেব
  (G)     (D)     (A)    (Bm)
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
  (G)     (D)     (A)
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই


Leave a Reply