Mithe Alo Acoustic Guitar Chords

[Intro]
(E) (B) (A)
(B) (A) (E)

[Verse 1]
(E) 
তোমার নামে আঁকা, এ হাতের উপর আঁকা,
(A)         (B)
ডাকে আয়, কাছে আয়।
(E)              (B)
তোমার চুলে ঢাকা, এ আদর দিয়ে মাখা,
(A)         (B)  
ডাকে আয়, কাছে আয়।

[Chorus]
(Dbm)
হুম...
(B) 
হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে,
(A)       (B)
আ...  সে ডাকপিয়ন,
(A) 
এখন কথায় বলো পাবো ঠিকানা,
(E) 
ডাকবাক্স গুলো শহরে আর নেই।

(B)    (Dbm)    (B)   (A)
মনের অলিগলি খুঁজে ফিরি আমি,
(E)          (B)          (A)
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো।

[Solo]
(E)  (B)   (A)
(B)  (A)   (E)

[Verse 2]
(A)                         (E) 
এলোমেলো হাতটা পথে চোরা কাঁটা থাকে,
(A)                      (E)
কাটাকুটি কথা ছোট ছোট ব্যথা ডাকে,
(A)             (E)
ফিরে ফিরে যায়, যদি কাছে পায় তাকে,
(A) 
ভাঙাচোরা মন হঠাৎ কখন
(B) 
ডাকে তাকে তাকে তাকে ... ।

[Chorus]
(Dbm) 
হুম...
(B) 
হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে,
(A)     (B)
আ... সে ডাকপিয়ন,
(A) 
এখন কথায় বলো পাবো ঠিকানা,
(E) 
ডাকবাক্স গুলো শহরে আর নেই।
(B)    (Dbm)    (B)   (A) 
মনের অলিগলি খুঁজে ফিরি আমি,
(E)          (B)          (A)
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো।

[Solo]
(E) (Dbm)    (Gbm) (E)
হুম...    হুম...
(A) (B)      (A) (E)
রা রা     রা রা 

[Verse 3]
(A)                        (E)
ফাকে ফাকে ঘোরে কেন তার পরে উড়ে,
(A)                      (E)
মন খারাপ হলে বৃষ্টি হয়ে চলে দূরে।
(A)                      (E)
রাস্তা সুনসান , চেনা চেনা গান সুরে...,
(A) 
এ যে পাগলামি হেরে জাওয়া আমি,
(B) 
দূরে দূরে উড়ে উড়ে।

[Chorus]
(Dbm) 
হুম...
(B) 
হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে,
(A)     (B)
আ... সে ডাকপিয়ন,
(A) 
এখন কথায় বলো পাবো ঠিকানা,
(E) 
ডাকবাক্স গুলো শহরে আর নেই।
(B)   (Dbm)
মনের অলিগলি খুঁজে ফিরি আমি,
(A)          (B)          (A)  
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো।

(A)           (B)           (A)
মিঠে আলো , জ্বেলে গেলো , কত ভালো।
(A)           (B)           (A)
মিঠে আলো , জ্বেলে গেলো , কত ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *